জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।


আগামী ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এ অধিবেশনে তাদের বক্তব্য নির্ধারিত রয়েছে। সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।


আরও পড়ুন: ইয়েমেনে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৬


প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চার দিনব্যাপী উত্তেজনা তৈরি করেছিল, যা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যায়। সেই ঘটনার পর এবার প্রথমবারের মতো দুই দেশের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।


জাতিসংঘের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এতে ইসলামাবাদের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। আর বিকেলে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূসসহ চীন ও ইসরায়েলের প্রতিনিধিরা।


শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দলে থাকবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে যে, মোদি সাধারণ বিতর্কে অংশ নেবেন।


আরও পড়ুন: ওমানে চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’


বিশ্লেষকদের মতে, মোদি ও শেহবাজের বক্তব্য দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে তুলবে। ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিতে পারে, অন্যদিকে পাকিস্তান কাশ্মির ও আঞ্চলিক শান্তিকে সামনে আনবে বলে ধারণা করা হচ্ছে।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য— “একসাথে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।”


আরএক্স/