ইয়েমেনে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫০ এএম, ২৫শে আগস্ট ২০২৫


ইয়েমেনে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। শনিবার রাতে রাজধানী সানায় এ হামলার ঘটনা ঘটে।


গাজায় নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার অংশ হিসেবে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুথি বিদ্রোহীরা। তার দুদিন পরই এই হামলা চালায় ইসরায়েল।


আরও পড়ুন: ওমানে চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’


ইসরায়েলি সেনারা জানায়, রাষ্ট্র ও নাগরিকদের ওপর হুথিদের বারবার আক্রমণের জবাবেই এ হামলা চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সানার বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ করা হয়।


অন্যদিকে, হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে—এ ধরনের আগ্রাসন প্রমাণ করে যে ইসরায়েল আমেরিকার প্রত্যক্ষ সমর্থন নিয়ে আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ চালাচ্ছে।


আরও পড়ুন: গাজার শিশুদের প্রতি সহানুভূতি দেখাতে মেলানিয়া ট্রাম্পকে চিঠি এমিন এরদোয়ানের


এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে আরব দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।


আরএক্স/