রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে: যুক্তরাষ্ট্র


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেনে চলমান সংঘাত নিরসনে রাশিয়া শান্তি চুক্তিতে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, এটি তিন বছরের সংঘাতের মধ্যে প্রথমবার, যখন রাশিয়া এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।


আরও পড়ুন: ইয়েমেনে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৬


ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, রাশিয়া স্বীকার করেছে, কিয়েভে কোনো পুতুল সরকার বসানো সম্ভব নয় এবং ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতার জন্য কিছু নিরাপত্তা গ্যারান্টি থাকবে। এছাড়া, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে।


২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণে ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া চায়, ইউক্রেন ডনবাস অঞ্চল ছাড়বে, ন্যাটো যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করবে, নিরপেক্ষ থাকবে এবং দেশে পশ্চিমা সেনা থাকবে না।


আরও পড়ুন: ওমানে চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’


ভ্যান্স আরও বলেন, ট্রাম্প প্রশাসন নতুন অর্থনৈতিক শাস্তির মাধ্যমে রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করার চেষ্টা করবে। তবে শান্তি চুক্তি নিশ্চিত করতে প্রতিটি নিষেধাজ্ঞা আলাদা করে বিবেচনা করা হবে।


আরএক্স/