Logo

আপনাকে ফেসবুকে কেউ ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ১০:২৪
154Shares
আপনাকে ফেসবুকে কেউ ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের

বিজ্ঞাপন

সমসাময়িক বিভিন্ন বিষয়ে আপনার ফেসবুক স্ট্যাটাস অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের। কয়েকদিন থেকেই তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না। তাহলে কী তিনি আপনাকে ব্লক করলেন?

ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি তার থেকে ব্লক হয়েছেন কি না।

বিজ্ঞাপন

১. সার্চে পাওয়া যাবে না: যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।

বিজ্ঞাপন

২. বন্ধুতালিকায় নেই: আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি একাউন্ট বন্ধ করেছেন।

৩. পারস্পরিক বন্ধুর তালিকা: কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪. ট্যাগ করা যায় না: গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।

৫. মেসেঞ্জারে পরিবর্তন: আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।

বিজ্ঞাপন

৬. সরাসরি লিঙ্ক কাজ করবে না: যদি প্রোফাইলের সরাসরি লিঙ্ক জানেন, তাও খুলবে না। দেখাবে— “এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।”

বিজ্ঞাপন

৭. অন্য বন্ধু দিয়ে দেখে নিন: যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।

ব্লক করা প্রোফাইল দেখার উপায়

বিজ্ঞাপন

গুগলে খোঁজ করুন: নাম লিখে “site:facebook.com” দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।

বিজ্ঞাপন

বন্ধুর সাহায্য নিন: বন্ধুর একাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।

বিজ্ঞাপন

দ্বিতীয় একাউন্ট খুলে দেখা: অন্য ইমেইল দিয়ে নতুন একাউন্ট খুলে খোঁজা সম্ভব। তবে এটি ফেসবুকের নিয়ম বহির্ভূত হতে পারে।

অ্যাপ ব্যবহার করবেন না: তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লকড প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ।

যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন। সার্চ, মেসেজ, কমন ফ্রেন্ড— সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে, সেটা মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD