আজও শাহবাগ অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকৌশল খাতের বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
প্রকৌশল খাতের বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ করল বুয়েট শিক্ষার্থীরা
বিজ্ঞাপন
বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বুয়েটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ওইদিন ‘রাতেই লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
বিজ্ঞাপন
১.ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করতে হবে।
২.কাউকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩.দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে।
বিজ্ঞাপন
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, প্রকৌশল খাতে পেশাগত স্বীকৃতি, মর্যাদা ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্নাতক প্রকৌশলীরা। ডিপ্লোমাধারীদের ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহারের সুযোগ দেওয়া হলে প্রকৌশল পেশার মান ক্ষুণ্ন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এদিকে আন্দোলনের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যানজট ও ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
বিজ্ঞাপন
এসডি/








