বুয়েটের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এইচএসসি খাতা মূল্যায়নের সময়সীমা বাড়াল
বিজ্ঞাপন
এর আগে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিচার্জের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনায় কয়েকজন শিক্ষার্থী, পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এএস








