এইচএসসি খাতা মূল্যায়নের সময়সীমা বাড়াল

চলতি বছরের এইচএসসি লিখিত পরীক্ষার খাতা আরও নির্ভুলভাবে মূল্যায়নের স্বার্থে অতিরিক্ত সময় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বিজ্ঞাপন
চলতি বছরের এইচএসসি লিখিত পরীক্ষার খাতা আরও নির্ভুলভাবে মূল্যায়নের স্বার্থে অতিরিক্ত সময় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফলে প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত দুইদিন পাবেন উত্তরপত্র মূল্যায়নের জন্য।
সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পরীক্ষকদের কাছে উত্তরপত্র ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। সঠিকভাবে খাতা মূল্যায়নের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে, যাতে পরীক্ষকরা আরও মনোযোগ দিয়ে কাজ সম্পন্ন করতে পারেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যদিও কোন বিষয়ের খাতা মূল্যায়নের জন্য কতদিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।
বোর্ড সূত্র জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি, যাতে কোনো ধরনের অযথা চাপ বা অনিয়মের সুযোগ সৃষ্টি না হয়। তবে পরীক্ষকদের জানানো হয়েছে, তারা নতুন সময়সীমার মধ্যে খাতা মূল্যায়ন সম্পন্ন করে জমা দিতে বাধ্য থাকবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের দ্বৈত দায়িত্ব থাকে। প্রধান পরীক্ষক প্রথমে মূল্যায়ন নির্দেশনা তৈরি করে পরীক্ষকদের দেন, আর পরীক্ষকরা সেই নির্দেশনা মেনে উত্তরপত্র মূল্যায়ন করেন। পরবর্তীতে প্রধান পরীক্ষক সব খাতা যাচাই করেন এবং প্রয়োজনে সংশোধন করেন।
এএস








