উত্তাল জুলাই মঞ্চ

রাজধানীতে জাতীয় পার্টির বিরুদ্ধে ‘হুলিয়া মিছিল’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৮ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


রাজধানীতে জাতীয় পার্টির বিরুদ্ধে ‘হুলিয়া মিছিল’
ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় পার্টিসহ দেশের সার্বভৌমত্ববিরোধীদের বিরুদ্ধে ‘হুলিয়া মিছিল’ করেছে জুলাই মঞ্চের নেতাকর্মীরা। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিকেল ৩টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে।


মিছিলটি জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে থেকে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলে থাকা ব্যানারে লেখা ছিল- “জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল”। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- “নুর ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন বিচার চাই”।


আরও পড়ুন: রাজধানীতে তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ


ঘটনাস্থলে সকাল থেকেই কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন ছিল। শতাধিক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে থাকলেও কারও সেখানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়নি। জাতীয় পার্টির নেতাকর্মীরাও কার্যালয়ের ভেতরে অবস্থান নেন।


রমনা মডেল থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম খন্দকার বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।”


আরও পড়ুন: জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান


এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদ মশাল মিছিল করে। পরে সেখানে ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করলে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকায় ও ঢাকার বাইরে তার দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভও করেছেন। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে নুরুল হক নুরের ওপর হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। সরকার আশ্বাস দিয়েছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হবে।


এএস