Logo

ভোটার ও এজেন্ট ছাড়া নির্বাচন আর হবে না: ইসি সানাউল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৬
51Shares
ভোটার ও এজেন্ট ছাড়া নির্বাচন আর হবে না: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বাংলাদেশে আর যেন ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন না হয়, সে লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বাংলাদেশে আর যেন ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন না হয়, সে লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে প্রয়োজন অনুযায়ী ভোটকেন্দ্র চালু বা বন্ধ রাখার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্বে থাকবেন।

এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল করা হয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তবে স্বতন্ত্র প্রার্থী প্রতীক ছাড়া দাঁড়াতে পারবেন কি না, সেটি সময়ই নির্ধারণ করবে। জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রার্থীরা হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা দিলে ইসি ব্যবস্থা নেবে। প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য পদ হারাতে পারেন। আদালত কর্তৃক ফেরারি ঘোষণা করা ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় ৫০ শতাংশের বেশি শেয়ার থাকা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, তারাও প্রার্থী হতে পারবেন না।

ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটে প্রতীক থাকবে। জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আর কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটপত্রে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD