Logo

নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৮
37Shares
নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২২০টি নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২২০টি নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে ১৯৫টি মিতসুবিশি পাজেরো জিপ এবং ২৫টি মাইক্রোবাস রয়েছে। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ৩৪৩ কোটি ২৩ লাখ টাকার বেশি।

প্রতিটি পাজেরোর দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম ৫২ লাখ টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে গাড়িগুলো সংগ্রহ করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন গাড়িগুলো প্রাধিকারভুক্ত হবে এবং যেসব গাড়ি প্রতিস্থাপিত হবে, সেগুলোকে অকেজো ঘোষণা করতে হবে বিআরটিএর পরিদর্শক দলের অনুমোদন নিয়ে। এ ছাড়া ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও বিধিমালা-২০০৮ কঠোরভাবে মানতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের প্রস্তাবে উল্লেখ করেছে, বিদ্যমান গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা হয়েছিল এবং প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছে। এতে নির্বাচনি এলাকা সফর বা প্রকল্প পরিদর্শনে সমস্যা দেখা দিচ্ছে। এ কারণে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে নতুন গাড়ি কেনা জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও চলতি অর্থবছরের বাজেটে যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দ ছিল ৩২৮ কোটি টাকা, এই প্রকল্পে ব্যয় হবে ৪৪৪ কোটি টাকার বেশি। বাড়তি অর্থ অন্য খাত থেকে সমন্বয় করার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে নির্বাচনি কাজে ব্যবহারের প্রয়োজনীয়তার কারণ দেখিয়ে সেই নীতিমালা কার্যত উপেক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD