আগামী নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


আগামী নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক এক পরীক্ষা হতে যাচ্ছে।


রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে এ মন্তব্য করেন। আইজিপি বলেন, “আমাদের প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মনিটর করা হবে। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেকে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল হয়ে উঠব।”


আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিনি আরও বলেন, “সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করলে আমরা পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করতে পারব। আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণের সুযোগ এসেছে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।”


আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের বলেন, “প্রশিক্ষণে শেখা কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।”


আরও পড়ুন: নীতির পথে চলেই গড়তে হবে নতুন বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা


তিনি আশা প্রকাশ করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে পুলিশ দক্ষতা, নিরপেক্ষতা ও আস্থা প্রদর্শন করবে।


আরএক্স/