Logo

নেত্রকোনায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১২ নভেম্বর, ২০২৫, ১৫:৪৩
23Shares
নেত্রকোনায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ছবি প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরআগে গতকাল মঙ্গলবার বিকালে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তলাশি করার সময় ওই দুইজনকে গাঁজাসহ আটক করা হয়।

আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮)।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে পৌরশহরের স্টেশনরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছিলেন উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ। পরে যাত্রীবেশে থাকা ওই দুই যুবকের ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD