হাসিনার রায় ঘিরে বিচারক-প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী চার জনকে শনাক্ত করেছে। এর মধ্যে মো. শরীফ (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর জোহা।
গ্রেপ্তার মো. শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার মো. হারুনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, শীর্ষ আদালত ও প্রসিকিউটরদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসিকিউটর তানভীর জোহা বলেন, হুমকিসংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।
গত সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেল শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে।
বিজ্ঞাপন
রায়ে বলা হয়, শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তাকে দু’টি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। আর রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে হুমকির ঘটনায় ইতিমধ্যেই সতর্কতা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করছে।








