আলোচিত আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা শাখা (ডিবি) তাকে নরসিংদী থেকে ধরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর দ্রুত তাকে আদালতে প্রেরণ করা হবে।
ডিএমপির এক মুখপাত্র জানান, বিক্রমপুরী কয়েকদিন ধরেই ফেসবুক পেজে নিজের পোস্টের মাধ্যমে গণমাধ্যমে হামলা ও পুলিশের কার্যক্রম নিয়ে নানা বিতর্কিত মন্তব্য প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি শহীদ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন।
বিজ্ঞাপন
এছাড়া তার এক পোস্টে তিনি লিখেছেন, “বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের ওপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।”
গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির পক্ষ থেকে বিক্রমপুরী গ্রেফতারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী তাকে দ্রুত আদালতে তোলা হবে এবং অভিযোগের বিষয়বস্তু অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাধারণ জনগণের মধ্যে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ।








