Logo

হাদি হত্যার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে জমা দেওয়া হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৭
4Shares
হাদি হত্যার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে জমা দেওয়া হবে
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড রহস্যজনক এবং এতে একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকালে ডিএমপি কমিশনার এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে সন্তোষজনক অগ্রগতি দেখা গেলেও, এখন সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, এ পর্যন্ত মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।

কমিশনার আরও উল্লেখ করেন, হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থের ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। এ ঘটনায় ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড, এবং এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারেন। বিষয়টি উদ্‌ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

ডিএমপি কমিশনার জানান, এই মামলার বিষয়বস্তু নিয়ে আগামীকাল ডিবি পুলিশের মিডিয়া সেন্টারে ডিবির প্রধান গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD