রাজধানীতে সন্ধান মিলল ভুয়া আইফোন তৈরির কারখানা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় গোপন অভিযান চালিয়ে আইফোন জালিয়াতি চক্রের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে শতাধিক সম্পূর্ণ আইফোন এবং বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি মিরপুর ডিভিশনের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোন যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য পৌনে দুই কোটি টাকা।
ডিবি তদন্তে পেয়েছে, গ্রেপ্তারকৃত চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আনা আইফোনের যন্ত্রাংশ রাজধানীর গোপন ডেরায় একত্রিত করে সম্পূর্ণ ফোন তৈরি করত। পরে সেগুলো নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারে আসল আইফোনের মতো বিক্রি করা হতো।
তদন্তে আরও জানা গেছে, চক্রটির সঙ্গে দেশের কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত ছিল।
বিজ্ঞাপন
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, এই জালিয়াতি দীর্ঘদিন ধরে চলছিল। গ্রাহকদের সতর্ক থাকার প্রয়োজন আছে। অননুমোদিত বা সন্দেহজনক দোকান থেকে কম দামে আইফোন কেনার চেষ্টা করলে তারা প্রতারণার শিকার হতে পারে।
ডিবি জানিয়েছে, চক্রটির সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান এবং তদন্ত অব্যাহত থাকবে। এছাড়া জব্দকৃত আইফোন ও যন্ত্রাংশের উৎস, দেশের বাজারে বিক্রির রেকর্ড এবং চক্রটির আর্থিক লেনদেনের দিকও খতিয়ে দেখা হচ্ছে।








