Logo

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ২৩:১২
60Shares
ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই।

বিজ্ঞাপন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের দুই প্রতিনিধি ঢাকায় এসে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন। 

বুধবার (২৬ জুলাই) বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈঠকে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্টার লিংকের সঙ্গে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ। চুক্তি অনুসারে তিন মাসের জন্য বাংলাদেশে পরীক্ষামূলক ইন্টারনেট সরবরাহ করবে স্টার লিংক। এজন্য তারা ২টি ডিভাইসও দিয়েছে। কার্যকারিতা পরীক্ষার জন্য ডিভাইস দুটির একটি বসানো হবে বাসের ভেতরে এবং অন্যটি প্রত্যন্ত কোনো দ্বীপে।

বিজ্ঞাপন

দেশে পরীক্ষামূলক চলা পর শেষে  তাদের সঙ্গে ইন্টারনেটের দাম নিয়ে আলোচনায় বসবে বিটিআরসি। আগামী শনিবার (২৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন তাদের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

প্রান্তিক ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষ যাতে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পেতে পারে সেই লক্ষ্যেই এই পরিষেবা নিয়ে আসছে সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিগগিরই এই পরিষেবা চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD