স্মার্টফোনেই মিলবে ঝড়-বৃষ্টির আগাম বার্তা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
বর্তমানে স্মার্টফোন ছাড়া কোনো ভাবেই চলে না! এটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কল থেকে শুরু করে মেসেজ, সামাজিকমাধ্যম, ইন্টারনেট সার্ফিং, গেমিংসহ অসংখ্য কাজে স্মার্টফোন হয়ে উঠেছে অন্যতম বিকল্প। এতসব সুবিধার মতো এখান থেকে আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাবে আপনার স্মার্টফোনেই। ঝড়-বৃষ্টির আগাম সংবাদ স্মার্টফোনে পেতে এখনই নিচের সেটিংস চালু করে নিন-
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
- আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলে যান।
- এরপর উপরের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
- এখন এখানে সেটিং অপশনে ক্লিক করুন।
- নিচের দিকে স্ক্রোল করে ওয়েদার অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
- এরপর ওয়েদার অন করুন এবং নোটিফিকেশন চালু করে দিন। এখন আপনার ফোনে আপনাআপনি ওয়েদার আপডেট আসতে থাকবে।
আরও পড়ুন: নীল পাখির বদলে টুইটারের লোগো এখন ‘এক্স’
আইফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
- আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে প্রথমে ফোনের সেটিংসে যান।
- এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
- এখন লোকেশন সার্ভিস সিলেক্ট করে ওয়েদার অপশনে ক্লিক করুন।
- ওয়েদারে গিয়ে এডিট সিটি অপশনে ক্লিক করুন।
- এখন মোর অপশনে যান এবং নোটিফিকেশন চালু করে দিন।
জেবি/এসবি