নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, চলছে পরীক্ষা

এ জন্য ফিচারটি আনা হচ্ছে বলে জানায় সংবাদমাধ্যম জিবিজনেস।
বিজ্ঞাপন
সম্প্রতি নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে সামাজিকমাধ্যম হোয়াটসঅ্যাপ। ‘কুইক অ্যাকশন বার’ নামে নতুন এই ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েডের বিজনেস অ্যাপে পরীক্ষা চালানো হচ্ছে। ব্যবহারকারী বিভিন্ন অ্যাকশন যেন দ্রুত পারফর্ম করতে পারে, এ জন্য ফিচারটি আনা হচ্ছে বলে জানায় সংবাদমাধ্যম জিবিজনেস।
ডাব্লিউএবেটাইনফোর জানায়, মাইক্রোফোন বাটনের ওপর নতুন একটি আইকন প্রদর্শিত হবে। এর মাধ্যমে চ্যাটবারের ওপর নতুন একটি কুইক অ্যাকশন বার প্রদর্শন করানো হবে। বারটি ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন অ্যাকশন দ্রুত পারফর্ম করতে পারবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারী দ্রুত ক্রম তৈরি করা, কুইক রিপ্লাই এবং তাদের ক্যাটালগ থেকে দ্রুত পণ্য পাঠাতে পারবে।
আরও পড়ুন: টুইট করতে গুনতে হবে টাকা
বিজ্ঞাপন
রিপোর্টটিতে আরও বলা হয়, ক্রেতাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগকে সহজ ও উন্নত করার জন্য এই আপডেটটি আনা হচ্ছে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে এর কি ফিচারগুলো যেন সব সময় দৃশ্যমান থাকে, ব্যবসায়িক কাজে সময় ও শ্রম যেন কম ব্যয় হয় ইত্যাদি।
বিজ্ঞাপন
জেবি/এসবি