এক সপ্তাহে রিজার্ভ বাড়লো

যুদ্ধের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মতো পণ্যের দাম বেড়ে যায়।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইএমএফের ফর্মুলা অনুসারে, বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, ৭ দিনের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। কারণ ওই যুদ্ধের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মতো পণ্যের দাম বেড়ে যায়। এতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: রূপালী ব্যাংকের নাম পরিবর্তন
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, “আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি