Logo

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাবি ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ২৩:০২
110Shares
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাবি ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

আগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানান শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪—২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা। এসময় ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানান শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেইট ও মীর মশাররফ হোসেন হল গেইটে ফুল ও কলম দিয়ে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। 

বিজ্ঞাপন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা নাইমুল হাসান কৌশিক, রেজাউল আমিন, এমআর মুরাদ হোসেন, মুজাহিদুল ইসলাম, শাফায়াত উল্লাহ, রাজু আহমেদ, মোঃ আমিন, মোঃ শরীফ হোসেন, জিসান প্রমুখ। 

বিজ্ঞাপন

এই সময় ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে ছিল; এখনও আছে। ছাত্রলীগ যেখানে প্রশাসনের প্রত্যক্ষ মদদে ক্যাম্পাসে নির্বিঘ্নে ধর্ষণ, মাদক, চাঁদাবাজি করে যাচ্ছে সেখানে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। গনতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সকল সচেতন ছাত্রসমাজের উচিৎ এই অবৈধ সরকারের সকল অন্যায়ের প্রতিবাদ অব্যহত রাখা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD