Logo

সন্ধান মিলল ৩৭০০ বছরের পুরনো লিপস্টিকের!

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৪, ০১:২৪
178Shares
সন্ধান মিলল ৩৭০০ বছরের পুরনো লিপস্টিকের!
ছবি: সংগৃহীত

প্রায় দু’দশক ধরে গবেষণা চলার পর তারা এই প্রসাধনীর সঠিক বয়স নির্ধারণ করে ফেলেন।

বিজ্ঞাপন

 ৩৭০০ বছর আগের বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিকের সন্ধান মিলেছে। দু’দশক আগে মাটি খুঁড়ে এক ধরনের বোতলের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেই বোতলেই পুরনো লিপস্টিকের সন্ধন পাওয়া যায় বলে গবেষণা থেকে জানা যায়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০০১ সালে জিরোফত এলাকা থেকে মাটি খুঁড়ে একটি বোতলের ভিতরে লিপস্টিকের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেই বোতলে ছিল উজ্জ্বল ক্রিমসন বর্ণের লিপস্টিক। প্রসাধনীর সন্ধান মিললেও সেটির বয়স নিশ্চিত হতে পারছিলেন না প্রত্নতত্ত্ববিদরা। প্রায় দু’দশক ধরে গবেষণা চলার পর তারা এই প্রসাধনীর সঠিক বয়স নির্ধারণ করে ফেলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেডিও কার্বন পদ্ধতিতে বয়স নির্ধারণ করে তারা। অবশেষে জানতে পারেন বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক এটি। ৩৭০০ বছর পুরনো এই লিপস্টিকটি ১৬৮৭ খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল বলে ‘জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত রিপোর্টে জানা যায়।

বিজ্ঞাপন

প্রত্নতত্ত্ববিদরা জানান,  এই লিপস্টিক মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি। লিপস্টিকের লাল রঙের নেপথ্যে রয়েছে হেমাটাইট নামের অক্সাইড খনিজের উপস্থিতি। এই খনিজ থেকেই উজ্জ্বল লাল বর্ণের উৎপত্তি। এই লিপস্টিকটি একটি সুন্দর খোদাই করা বোতলের মধ্যে রাখা। সূত্র: মিরর

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD