Logo

বজ্রপাত থেকে বাঁচতে যে দোয়া পড়তেন বিশ্বনবী (সা.)

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৪, ০২:১০
351Shares
বজ্রপাত থেকে বাঁচতে যে দোয়া পড়তেন বিশ্বনবী (সা.)
ছবি: সংগৃহীত

যারা এ দোয়া পড়বেন, আল্লাহ তাআলা তাদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করবেন।

বিজ্ঞাপন

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ প্রায় সময়ই এটির কারণে প্রাণহানির ঘটনা শোনা যায়। মহান আল্লাহ তাআলার ক্ষমতার  মহা নিদর্শনের একটি হলো এই বজ্রপাত। যা থেকে বাঁচার কোনো প্রযুক্তি এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এই থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে আকাশ-বাতাস,পাহাড়-পর্বত সবকিছু একমাত্র তার ইশারায় চলে।

আল্লাহ তাআলা ‘রাদ’ নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন। প্রিয়নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বজ্রপাত থেকে বেঁচে থাকতে শিখিয়েছেন বিশেষ দোয়া। যারা এ দোয়া পড়বেন, আল্লাহ তাআলা তাদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বজ্রপাত থেকে রক্ষার দোয়া

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন—

বিজ্ঞাপন

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

বিজ্ঞাপন

উচ্চারণ : আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা, ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা; ওয়া আ-ফিনা-ক্বাবলা জা-লিকা।’

অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন।’ (তিরমিজি, হাদিস : ৩৪৫০)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বজ্রপাতের শব্দ শুনলে প্রিয় নবীজি যে দোয়া পড়তেন

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বজ্রপাতের শব্দ শুনলেই পড়তেন,

বিজ্ঞাপন

سُبْحَانَ الَّذِيْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ

বিজ্ঞাপন

উচ্চারণ : সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রা‘অদু বিহামদিহি।

অর্থ : পবিত্র সে সত্তা, বজ্র সন্ত্রস্ত হয়ে যার প্রশংসা পাঠ করে।

বিজ্ঞাপন

ইবনে আবি জাকারিয়া থেকে বর্ণিত অন্য রেওয়ায়েতে আছে, তিনি বলেন, বর্ণিত আছে, যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’, সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২৯২১৩)

জেবি/আজুবা 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD