Logo

জাবিতে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ২৪:৫৩
49Shares
জাবিতে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সন্তোষজনক পেনশন স্কিম কার্যকর থাকা সত্ত্বেও নতুন 'প্রত্যয় স্কীম' একতরফাভাবে চাপিয়ে দেয়ার প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে অধ্যাপক ড. মোঃ শামছুল আলম বলেন, পেনশন সার্বজনীন হলে সেটি সবার জন্যই উন্মুক্ত হওয়া উচিত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাইরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হলে এই ব্যবস্থা বৈষম্য চরমে উঠবে। ভাববার বিষয় শিক্ষক সমিতি এখনো কোনো কর্মসূচি দিচ্ছে না কেন? ক্রিয়াশীল সকল সংগঠনকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত বক্তব্য জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সার্বজনীন পেনশন স্কিম বৈষম্যমূলক। প্রত্যয় স্কিম শিক্ষক সমাজকে প্রভাবিত করবে। মেগা প্রজেক্টের আড়ালে মেগা লুটপাটের ঋণ শোধের পায়তারা। যারা এর পক্ষপাতি করছে তারা আদর্শিক দিক দিয়ে লুটপাটকারীদের পক্ষে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২২ এর তথ্য অনুযায়ী স্বায়ত্তশাসিতসহ রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সোয়া চার লাখ। এই ধরনের প্রতিষ্ঠানের আওতায় রয়েছে, বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বিআরটিসি, পেট্রোলিয়াম কর্পোরেশনসহ সকল রাষ্ট্রীয় করপোরেশন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউট। অবসরকালীন নিশ্চয়তা একই রকম না থাকলে আগামীতে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবে। 

বিজ্ঞাপন

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত  ছিলেন অধ্যাপক ড. মাহবুব কবির, অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. ছালেহ আহমেদ খান, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. শামছুন নাহার, অধ্যাপক ড. আবদুর রাশিদ, কামরুন নেছা খন্দকার, মিসেস সাবিরা সুলতানা, মোহাম্মদ রেজাউল রকিব, এস. এম. মাহমুদুল হাসান। 

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ১৭ই আগষ্ট সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ প্রণীত হলে তা বাতিলের এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন স্বায়িত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD