Logo

কুবি উপাচার্য-প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০৬:২৪
66Shares
কুবি উপাচার্য-প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

তখন পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অভ্যন্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আবু রায়হান বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে তাদের বাসস্থান ঘেরাও করা হবে। তখন পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই দ্রুত পদত্যাগ করুন।

সংবাদ সম্মেলনে বক্তাদের বক্তব্য শেষে উপ-উপাচার্যের পদত্যাগ নিয়ে করা প্রশ্নের উত্তরে বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের ভুল বুঝাতে চাচ্ছিল। আমরা তাদের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক আছি। এই সংবাদ সম্মেলনে দেয়া সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আবু রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাশেদুল ইসলাম, এমরান হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ আবির, মোহাম্মদ নাজিম,গোলাম মোস্তফা, নাদিম, শাহাদাত তানভীর রাফিসহ আরো অনেকে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD