Logo

নোবিপ্রবিতে উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগের দাবিতে আমরণ অনশনের হুশিয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৪, ০১:১১
73Shares
নোবিপ্রবিতে উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগের দাবিতে আমরণ অনশনের হুশিয়ারি
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেওয়া শাট ডাউন কর্মসূচি থাকায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ আছে

বিজ্ঞাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী ও রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন  স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগস্ট) স্বৈরাচার ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে  স্টেপ ডাউন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেওয়া শাট ডাউন কর্মসূচি থাকায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ আছে। তালা দেওয়া হয়েছে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অফিসে।

বিজ্ঞাপন

আন্দোলনটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভিসি বাংলোর সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে ভিসি বাংলোর সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।পরে নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। 

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রার হলো স্বৈরাচারী। এই ভিসি আমরা চাইনা। অবিলম্বে এই প্রশাসনের পদত্যাগ করতে হবে। আমরা এই নিলজ্জ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।  এই ভিসি আমাদের বিশ্ববিদ্যালয়কে এক যুগ পিছিয়ে রেখেছে। পদত্যাগ না করলে আমরণ অনশনের হুশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।”

বিজ্ঞাপন

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন পুলিশের দ্বারা হয়রানির শিকার তখন নিলজ্জ ভিসি ক্যাম্পাসকে অরক্ষিত রেখে ঢাকায় গিয়ে আরাম করে। আন্দোলনে আমার ভাইয়েরা রক্তে রঞ্জিত হচ্ছে। তখন ভিসি আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেন এবং শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেন। তিনি আরো বলেন, এই ভিসি, প্রো - ভিসি, রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। 

বিজ্ঞাপন

আন্দোলনে সাধারণ শিক্ষাথীরা বলেন, “আমাদের ভাই বোনেরা যখন পুলিশ এবং ছাত্রলীগের নেতাদের দ্বারা মার খায় তখন এই নিলজ্জ ভিসি জন্মদিন পালন করে। ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ করার পরেও ফ্যাসিস্ট সরকারের শিক্ষকদের দ্বারা গঠিত সংগঠন শিক্ষক সমিতিকে নিয়ে উপাচার্য শিক্ষা কমিটি গঠন করে। এই ভিসি পদত্যাগ না করে দলগঠন করে পদে বহাল থাকার পায়তারা সাজায়। আর গণমাধ্যমকে বলে, সে পদত্যাগ করার কোনো কারণই খুঁজে পাচ্ছেনা। এই নিলজ্জ ভিসির পদত্যাগ ছাড়া আমরা কেউ ক্লাসে ফিরবোনা।”

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD