Logo

সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩২
106Shares
সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ চুৃয়াডঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি আরিফ খান ও উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই কমিটিতে সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইডেন কলেজের সাদিয়া আফরিন। উক্ত কমিটিতে ৩ জনকে সহ-সভাপতি, ৭ জনকে যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪ জনকে সহ-সাংগাঠনিক করা হয়েছে। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

উক্ত কমিটির নব-নির্বাচিত সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজধানীর সাত কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।প্রতিষ্ঠার সূচনা থেকেই সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতদিন দায়িত্বে থাকবো যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। সাতটি কলেজ অনেক বড় দায়িত্ব, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে চিরন্তন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আল জুবায়ের বাদশা বলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামন্ডলী, অগ্রজ ও অনুজদের প্রতি যারা আমাকে ভরসা করে একটা বড় দায়িত্ব কাঁধে দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একসময়ের অস্থায়ী রাজধানী ছিল। অনেক ইতিহাস আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথারীতি পালন করার চেষ্টা করবো। সাত কলেজ মিলে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ হবে একটি পরিবার। যেখানে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ থাকবে, যেকোনো বিপদ, আর্থিক সমস্যাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করবো। চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত থাকবে।'

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD