Logo

র‍্যাগিং ও ছাত্ররাজনীতি মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৪, ০১:৫৭
42Shares
র‍্যাগিং ও ছাত্ররাজনীতি মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

গণরুম, র‍্যাগিং, বুলিং, যৌন-হয়রানিমুক্ত এক নতুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস উপভোগ করছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, গণরুম, র‍্যাগিং, বুলিং, যৌন-হয়রানিমুক্ত এক নতুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস উপভোগ করছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, এমন বিশ্ববিদ্যালয়ই আমরা চাই, ‘যেখানে হলে সিটের জন্য রাজনীতি নেই, ম্যানার শেখানোর নামে শারীরিক ও মানসিক নিপীড়ন নেই।’

বিজ্ঞাপন

মোটাদাগে র‍্যাগিং নিষিদ্ধ হলেও ছোট ছোট কিছু অভিযোগ পাওয়া গিয়েছে বিভিন্ন বিভাগে। তবে সেই অভিযোগগুলোর ব্যাপারে তৎপর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা।

বিজ্ঞাপন

গত ২৭ অক্টোবর অরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের। অধিকাংশ বিভাগের নবীন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বিভাগে বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোথাও কোন র‍্যাগিং বা বুলিংয়ে শিকার হতে হচ্ছে না। বিভাগের সিনিয়রদের থেকে সহযোগিতামূলক আচরণ পাচ্ছেন তারা। প্রশাসন থেকেও তাদের সকল প্রকার সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এনিয়ে নতুন ভর্তিকৃত ২০২৩-২৪ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী দেবনাথ বলেন, এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ ভালো লেগেছে। সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি, কোন র‍্যাগিং নেই। শুনেছি ছাত্ররাজনীতিও নিষিদ্ধ। তাই ক্যাম্পাসে কোন নিরাপত্তা ঝুঁকিও নেই।

বিজ্ঞাপন

একই বর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, ‘শুরুর দিকে খুব ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু এখন আর তেমনটা নেই। সিনিয়র এবং শিক্ষকদের কাছ থেকে খুব সহযোগিতা পাচ্ছি।’

বিজ্ঞাপন

এর আগে বিগত ৮ই আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সম্প্রতি আবাসিক হলে গণরুম বন্ধসহ র‍্যাগিং এবং বুলিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

এনিয়ে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমার কাছে এখনো র‍্যাগিং নিয়ে কোন অভিযোগ আসে নাই। ক্যাম্পাসে বর্তমানে সুষ্ঠু পরিস্থিতি বজায় রয়েছে।’

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমার কাছে ভালো লাগছে। প্রশাসনের কড়া বার্তায় র‍্যাগিং নিয়ে সবাই সতর্ক আছে। আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এখনো কোনপ্রকার অভিযোগ বা কিছু আসে নাই। আশা করি, এমন পরিস্থিতি সামনেও বজায় থাকবে।’

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD