Logo

মুনতাহা ও গার্মেন্টস কর্মী হত্যা বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৪, ০১:৪২
23Shares
মুনতাহা ও গার্মেন্টস কর্মী হত্যা বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কয়েকদিন আগে সিলেটে মুনতাহা এবং সাভারে গার্মেন্টস কর্মী হত্যার ঘটনা ঘটে। এতে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শুরুতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হলপাড়া ঘুরে মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘শ্রমিক হত্যার বিচার করো করতে হবে, শিশু হত্যার বিচার করো করতে হবে, মানবতা মুক্তি পাক সন্ত্রাসীরা নিপাত যাক, আমার বোন কবরে খুনি কেন বাহিরে’? ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাভারে যখন শুনলাম এক নারীর লাশ পাওয়া গেছে তখন আমরা সবাই খোঁজ নিতে থাকি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? যখন জানলাম মেয়েটি শিক্ষার্থী না, গার্মেন্টস কর্মী তখন আমরা সবাই চুপ হয়ে গেলাম। আসলে কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা? যে মেয়েকে হত্যা করা হয়েছে সে তো আমাদের কারো না কারো বোন। সিলেটে কি অপরাধ করেছিলো শিশু মুনতাহা? তাকে কেন মেরে ফেলা হলো? আমরা জড়িতদের সকলকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

নাহিয়ান রহমান রাহাত নামে এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন খবর কাগজ খুললেই ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা দেখি। স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের আশা করেছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। বিগত দিনে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কর্মীরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করলে সেখানে সেনাবাহিনী নামিয়ে গুলি চালানো হয়। আমাদের হাতে তৈরি করা সরকারকে নিয়ে প্রত্যাশা করি তারা ছাত্র বান্ধব হবে, শ্রমিক বান্ধব হবে, মানুষের কল্যাণে কাজ করবে। বিগত দিনে যেভাবে বিভিন্ন আন্দোলন দমানে হয়েছে সেটা আর চাই না। গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদ আমরা করছি। আর যে কোনো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের আমরা পাশে চাই।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD