Logo

শীতকালে গুরুত্বপূর্ণ কিছু আমল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৪, ২৪:২৩
35Shares
শীতকালে গুরুত্বপূর্ণ কিছু আমল
ছবি: সংগৃহীত

কারণ ইবাদতের উপযুক্ত মৌসুম বা ইবাদতের বসন্তকাল হিসেবে বিবেচনা করা হয় এ সময়কে।

বিজ্ঞাপন

শীত মৌসুম ঈমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ ইবাদতের উপযুক্ত মৌসুম বা ইবাদতের বসন্তকাল হিসেবে বিবেচনা করা হয় এ সময়কে। এ মৌসুমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রতিটি মসলমানের চেষ্টা করা উচিত। জেনেনিন শীতের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল- 

বিজ্ঞাপন

পোশাক দান করা

বিজ্ঞাপন

হযরত রাসুলে পাক (স.) ইরশাদ করেছেন, ‘যখন কোনো মুসলিম অন্য মুসলিমকে পোশাক পরিধান করায়, তখন দানকারী আল্লাহর হেফাজতে থাকে, যতক্ষণ পর্যন্ত দানকৃত ব্যক্তি সে পোশাকের টুকরাবিশেষও ব্যবহার করতে থাকে। অর্থাৎ কাপড়টি পরিত্যক্ত হওয়া পর্যন্ত দানকারীকে আল্লাহ তাআলা বিপদাপদ ও বালা-মুসিবত থেকে রক্ষা করেন।’ (তিরমিজি: ২৪৮৪)

 খাদ্য দান

বিজ্ঞাপন

হযরত রাসুলে পাক (স.) ইরশাদ করেছেন, ‘যে ঈমানদার কোনো ক্ষুধার্ত  ব্যক্তিকে খাদ্য দান করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে মুমিন কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সিলমোহর করা খাঁটি ‘রাহিক মাখতুম’ পান করবেন। যে মুমিন কোনো বস্ত্রহীনকে পোশাক দান করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন।’ (তিরমিজি: ২৪৪৯)

বিজ্ঞাপন

ঠান্ডায় ইবাদত

হযরত রাসুলে পাক (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি: ৫৭৪) হাদিসে দুই ঠান্ডার নামাজ বলতে উদ্দেশ্য হলো- এশা ও ফজর।

বিজ্ঞাপন

হযরত রাসুলে পাক (স.) ইরশাদ করেছেন, ‘আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন? সাহাবায়ে-কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল! নবী (স.) বললেন, (শীত বা অন্য কোনো) কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু ক।’ (মুসলিম: ২৫১)

বিজ্ঞাপন

রাতে ইবাদত

বিজ্ঞাপন

শীতের রাত দীর্ঘ হওয়ায় অধিক ইবাদতের সুযোগ পাওয়া যায়। রাতের ইবাদতের ফজিলত অনেক বেশি। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়, তাদের রব তাদের যা দেবেন তা তারা খুশিতে গ্রহণ করবে। এর আগে এরাই ছিল সৎকর্মশীল। রাতের সামান্য অংশই তারা ঘুমিয়ে কাটাত।’ (সুরা জারিয়াত: ১৫-১৭)

বিজ্ঞাপন

রোজা রাখা

বিজ্ঞাপন

শীতের দিন ছোট হওয়ায় রোজা রাখতে সুবিধা হয়। যদি কারও কাজা রোজা বাকি থাকে, সেগুলো আদায় করে নেওয়ার সুবর্ণ সুযোগ হলো এ সময়। হযরত আমের ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা।’ (তিরমিজি: ৭৯৫) বেশি বেশি নফল রোজা রাখারও এটি সুবর্ণ সময়। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি এক দিন রোজা রাখল, মহান আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব তৈরি করে দেবেন।’ (বুখারি: ২৮৪০)

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD