Logo

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৪, ২৪:০৫
37Shares
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বীরপ্রতীক তারামন বিবি হলের এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম তাকিয়া তাসনিম বিভা (১৯)। নিহত তাকিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের (৫৩তম ব্যাচের) ২০২৩-২০২৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী।  

রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টায় হলের ৭০০৫ নম্বর রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। এরপর ফ্যানে থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহ ঝুলন্ত থেকে নামানো হয়। নিহত তাকিয়ার বাবার নাম আরিফ হোসেন। তার গ্রামের বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালীতে। তাকিয়া তার বাবা-মায়ের একমাত্র মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার সহপাঠী ও হল প্রভোস্টের সূত্রে জানা যায়, তাসনিম আবাসিক হলে অনিয়মিত ছিল। সে সাভারে তার মামার বাসায় থেকে ক্লাস করত। গতরাতে সে হলে আসে। তার অন্য রুমমেটরা হলে না থাকায় সে একাই রুমে ছিল।

তার মোবাইল ফোনে দেখা যায় আত্মহত্যার আগে সে ১ ঘন্টা ৫৪ মিনিট ভিডিও কলে কথা বলেছে। সহপাঠীদের কাছ থেকে জানা যায়, ভিডিও কলে থাকা ব্যক্তিটি তার প্রেমিক সাব্বির। ভিডিও কলে মেয়েটির সাথে প্রেমিকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে প্রেমিককে ভিডিও কলে রেখেই সিলিং ফ্যানের সাথে ফাঁস নেওয়ার চেষ্টা করে। এসময় তার প্রেমিক মেয়েটির সহপাঠীদের বিষয়টি অবগত করেন এবং মেয়েটিকে  বাঁচাতে বলেন। এসময় সহপাঠীরা তার রুমের সামনে আসলে দরজা বন্ধ দেখতে পান। এঘটনা তারা হলে প্রভোস্টকে জানান। হল প্রভোস্ট মেয়েটিকে দরজা খুলে উদ্ধার করতে বলেন। তবে তার সহপাঠীরা দরজা খুলতে ভয় পাচ্ছিলেন। একপর্যায়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের  মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী তার ব্লকের শিক্ষার্থী শিউলি আক্তার বলেন,  'ভোর ৪ টা ৪৬ মিনিটে একটি নম্বর থেকে আমার নম্বর এ  কল আসে। অপর পাশ থেকে একটা ছেলে বলে তুমি কি তাকিয়ার পাশের রুমের? আমি বলি আমার থেকে একটু দূরে ওর রুম। সে বলে  দ্রুত তাকিয়ার রুমে যান ও সুসাইড করতে পারে। পরে আমি দৌঁড়ে তাকিয়ার রুমে গিয়ে ধাক্কা ধাক্কি করি। এরপর আরও কয়েকজন লোক জড়ো হয়। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সাথে ঝুলে আছে। এটা দেখে সেখানেই কয়েকজন পড়ে যায়। পরে কয়েকজন ধরে তাকে বিছানায় নামানো হয়।

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী উম্মে মারিয়াম বলেন, 'আনুমানিক ভোর ৫ টায় খবর পায় ৭০০৫ নম্বর রুমে একজন ঝুলে আছে। সেখানে গিয়ে দেখি তাকিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে। এরপর একটি বটি দিয়ে ওড়না কেটে তাকে খাটে শুইয়ে দিই। তখন গলায় হাত দিয়ে দেখি তার গলা ঠান্ডা আবার হালকা গরমও ছিল। গলায় তেমন দাগ ছিল না। তার পা ঠান্ডা হয়ে গেছিলো।

নিহত তাকিয়ার স্থানীয় অভিভাবক মামা মনির হোসেন বলেন, 'ভোর সাড়ে ৫ টার দিকে আমার ফোনে হল থেকে একটা ফোন আসে। এরপর আমাকে বলা হয় তাকিয়া আত্মহত্যা করেছে। পরে আমি সাভার থেকে ঘটনাস্থলে যাই এবং দেখি যে তাকে ওড়না কেটে খাটের ওপর নামানো হয়েছে। এর আগে আমি তাকিয়ার বাবাকে ফোন করে ঘটনা জানাই। তার বাব মা মাগুরা থেকে রওনা হয়েছে বলে জানান তিনি।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, 'আমরা প্রাথমিকভাবে নিহত শিক্ষার্থীর তথ্য নিয়েছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষী ও তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। নিহতের পরিবার এবং হল প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে তার ময়নাতদন্ত করা হবে। তারা অনুমতি না দিলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

নিহত শিক্ষার্থী তাকিয়া রুমে একাই থাকতেন এবং হলে নিয়মিত থাকতেন না। তার রুমের বাকি সদস্যরা হলে থাকতেন না। তার সহপাঠীরা ধারণা করছেন বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে তাকিয়া আত্মহত্যা করেছে।  পুলিশ নিহতের রুম থেকে ডায়েরি, ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD