Logo

ডব্লিউআরসি নারী কমিটি ন্যায্য রুপান্তর ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা করেন

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০১
39Shares
ডব্লিউআরসি নারী কমিটি ন্যায্য রুপান্তর ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা করেন
ছবি: সংগৃহীত

জাস্ট ট্রানজিশন মানে হলো ন্যায্য রুপান্তর

বিজ্ঞাপন

রাজধানীর বনানীতে ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি)-এর নারী কমিটি আয়োজন করে ন্যায্য রুপান্তর ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গ্রুপ সভা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) হোটেল সেরিনায় সকালে শুরু হয় সভাটি।

বিজ্ঞাপন

ট্রানজিশন অর্থ হলো রুপান্তর। জাস্ট ট্রানজিশন মানে হলো ন্যায্য রুপান্তর।

বিজ্ঞাপন

বর্তমানে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনে পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র ধ্বংসের মতো বৈশ্বিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। 

বিজ্ঞাপন

সেই সংকট মোকাবেলার জন্য প্রয়োজন পরিবেশবান্ধব টেকসই অর্থনীতি, যা জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা তৈরির মধ্যে অর্জন করা সম্ভব। 

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৪ লক্ষ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা নানা রকম ঝুকিপূর্ণ পরিবেশের মধ্যে কর্মরত আছে নানা রকম রূপান্তরের কারণে সেই ঝুঁকি আরো বৃদ্ধি পাচ্ছে।

জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি  নদী ভাঙ্গন বন্যা ও জলবদ্ধতা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি উৎপাদন ত্রাস ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে এবং এসবের ফলে কর্ম ঘন্টা ত্রাস বেকারত্ব ও স্থানান্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সমাজে যেকোনো পরিস্থিতির সবচেয়ে বিরূপ প্রভাব পড়ে নারীরদের উপর। এই রুপান্তর প্রক্রিয়াতেও সকল শ্রমিক ঝুঁকির মধ্যে থাকলেও নারী শ্রমিকদের ঝুঁকি একটু বেশিই।

বিজ্ঞাপন

দেশের শ্রম বাজারে নারীর সস্তা শ্রম যত বেশি প্রয়োজনীয় ঠিক ততটাই উপেক্ষিত তার নিরাপদ কর্ম পরিবেশের প্রয়োজনীয়তা। তবে আশার বিষয় হলো

বিজ্ঞাপন

ট্রেড ইউনিয়নের মুল এজেন্ডায় জাস্ট ট্রানজিশন অন্তর্ভুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

ট্রেড ইউনিয়ন সদস্য, নীতি নির্ধারক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে সদস্যরা এ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং করলে যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে অংশীজন পর্যায়ে উপস্হাপন ও নেগোসিয়েশনের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ রয়েছে। 

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের অন্যতম সদস্য সাকিল আখতার চৌধুরী। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ন্যায্য রুপান্তর ও জলবায়ুর পরিবর্তনের জন্য শ্রমিকদের শ্রমজীবনের উপর  ব্যপক প্রভাব পড়ছে, এখনই আমাদের এ বিষয়ে সচেতনা বৃদ্ধি ও প্রতিকারের পথে এগুতে হবে।

শ্রম সংস্কার কমিশনের সর্বশেষ রিপোর্টেও আমরা জাস্ট ট্রানজিশনের বিষয়টিকে নিয়ে এসেছি। আশা করি এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ডব্লিউআরসির নারী কমিটির চেয়ারম্যান ফাতেমা আক্তার। উপস্থিত ছিলেন ডব্লিউআরসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইমুল আহসান জুয়েল, বিলসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির। ডব্লিউআরসির যুব কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান শারমিন আকতার কারিমা ও নারী কমিটির ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও নারী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD