Logo

টিকটকের নীতিমালায় বড় পরিবর্তন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৫:৩৬
475Shares
টিকটকের নীতিমালায় বড় পরিবর্তন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইন বা নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইন বা নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। টিকটকের গ্লোবাল হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি সন্দিপ গ্রোভার এক ব্লগ পোস্টে জানান, নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন নীতিমালায় প্রতিটি নিয়মের সংক্ষিপ্ত সারসংক্ষেপ যুক্ত করা হবে। পাশাপাশি শুধুমাত্র ফরম্যাটেই নয়, বিষয়বস্তুর দিক থেকেও পরিবর্তন আসছে। নতুন নিয়মে ভুয়া তথ্য নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ, জুয়া, মদ, তামাক, মাদক ও অস্ত্র সংক্রান্ত নীতিকে একত্রিত করে একটি নিয়মে আনা হয়েছে। এছাড়া বুলিয়িং সংক্রান্ত নীতিও হালনাগাদ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন গাইডলাইনে নিরাপত্তা, ভদ্রতা, মানসিক স্বাস্থ্য, সংবেদনশীল বিষয়বস্তু, প্রাইভেসি, নিয়ন্ত্রিত পণ্য ও সেবা সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে প্রথম পাতাতেই পাওয়া যাবে। আগে কেবল কনটেন্ট মডারেশন নিয়ে সীমিত একটি অংশ থাকলেও এবার তা বিস্তৃত করা হয়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, পূর্বে নীতিমালায় লেখা ছিল- ‘প্ল্যাটফর্মকে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও প্রাণবন্ত রাখতে সৃজনশীল প্রকাশ ও ক্ষতি রোধের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন।’ কিন্তু নতুন সংস্করণে শব্দ পরিবর্তন করে বলা হয়েছে- ‘টিকটক যেন সবার জন্য নিরাপদ, মজাদার ও সৃজনশীল জায়গা হয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অ্যাকাউন্ট ও ফিচার সংক্রান্ত অংশেও পরিবর্তন আনা হয়েছে। এতে টিকটক লাইভ, সার্চ, এক্সটার্নাল লিংক, কমেন্ট, ডাইরেক্ট মেসেজ এবং মনিটাইজেশনের নিয়মাবলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কমেন্ট নীতিতেও পরিবর্তন এসেছে- অশ্লীল বা আলাপের মানহীন মন্তব্যগুলোকে নিচের দিকে দেখানো হতে পারে।

সন্দিপ গ্রোভার জানান, এসব পরিবর্তন কনটেন্ট ক্রিয়েটর, বিশেষজ্ঞ, রিজিওনাল অ্যাডভাইজরি কাউন্সিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আনা হয়েছে। পাশাপাশি নিয়ম কার্যকর ও সঠিকভাবে প্রয়োগের জন্য টিকটক মানব এবং এআই মডারেটরদের প্রশিক্ষণ দিয়েছে এবং ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD