Logo

রাবিতে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৭:২৮
50Shares
রাবিতে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

শিল্পকর্মগুলোতে উঠে এসেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাত্রা, ভালোবাসা, আনন্দ-বেদনা, সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। একইসঙ্গে লোকজ ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সম্মিলন প্রকাশ পেয়েছে এসব শিল্পকর্মে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক বনি আদম। এসময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ বিভাগের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিল্পকলা ও চিত্রকর্ম মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে। নান্দনিকতা ও সৃষ্টিশীলতা শুধু মানুষের মধ্যেই বিদ্যমান। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রায় চার দশক পেরিয়ে গেলেও চারুকলা অনুষদে এখনো পূর্ণাঙ্গ একটি গ্যালারি হয়নি। দ্রুত গ্যালারি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনটি শ্রেণিকক্ষে সাজানো এ প্রদর্শনীতে অংশ নিয়েছে বিভিন্ন বিভাগের ১৬০ জন শিক্ষার্থী। প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় ২০০টি শিল্পকর্ম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD