Logo

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২
50Shares
জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ তুলেছে বামপন্থি শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরাম।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ তুলেছে বামপন্থি শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা এই অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রীতির ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, “গতকাল রাত দুইটার পর জানানো হয়েছিল, প্রার্থীরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবে। কিন্তু সকালে এজেন্টরা কেন্দ্রে গেলে তাদের নানা ভাবে হয়রানি করা হয়েছে। এমনকি কয়েকটি হলে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসন বলেছে, তাদের ওপর আস্থা রাখতে। অথচ ভোটগ্রহণ চলছিল তখন। প্রশাসনের এমন আচরণ ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ভোটারদের হাতে চিরকুট দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের মধ্য দিয়েই অনিয়ম শুরু হয়েছিল।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শরণ এহসান বলেন, “নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ৯ সেপ্টেম্বর প্রার্থীদের ডোপ টেস্টের কথা থাকলেও অনেক প্রার্থী তা করেনি, আর কমিশন আজও সেই ফলাফল প্রকাশ করেনি। এসব কারণে কমিশনের ওপর আস্থা রাখা যাচ্ছে না।”

এদিকে একই দিনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD