সার্চ কমিটির সকলেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত: ফকরুল
13Shares

ছবি: সংগৃহীত
সম্প্রতি ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির স...
বিজ্ঞাপন
সম্প্রতি ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই কমিটি দিয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার একমাত্র উপায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপি। গঠিত সার্চ কমিটির সকলেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
ফখরুল বলেন, কমিটির প্রধান ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব।
বিজ্ঞাপন
কমিটির আরেক সদস্য ছহুল হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসএ/








