জনগণের কোনো বিষয় বিএনপির বক্তব্যে নেই: তথ্যমন্ত্রী

সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ জন নিহত হয়েছেন
বিজ্ঞাপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক জিয়ার শাস্তি, তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশন—এই চারটি নিয়ে ব্যস্ত বিএনপি। তাদের বক্তব্যও এই চারটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। জনগণের কোনো বিষয় তাদের বক্তব্যের মধ্যে নেই।
রবিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি আনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে, তা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। কিন্তু সেটি মুখ্য নয়, জনগণ অংশগ্রহণ করছে কি না, সেটি মুখ্য। তাই সেটি আপনাদের ওপর নির্ভর করে। আপনাদের অনুরোধ করব গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুন, আগামী নির্বাচনে জনগণ যাতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে সেটির প্রচারণা করুন।
বিজ্ঞাপন
বাইসসের চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন টেকনো মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বাইসসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ