Logo

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করবো

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৩০ জানুয়ারি, ২০২৬, ১১:২৮
১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করবো
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

হান্নান মাসউদ বলেন, নোয়াখালী একটি প্রাচীন জেলা হওয়ায় এটিকে বিভাগ করার দাবি রয়েছে। জোট সরকার গঠন করলে এ বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনে জোটের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি নোয়াখালীর বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, জেলার উপকূলীয় এলাকাগুলোতে নদীভাঙন একটি বড় সমস্যা। বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় ভাঙনের প্রভাব বেশি। এ ছাড়া মাইজদী শহরে জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টিও তিনি উল্লেখ করেন। জোট ক্ষমতায় এলে এসব সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

তিনি নোয়াখালীতে ব্ল-ইকোনমি জোন এবং ফিসারিজ-মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও তুলে ধরেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও বক্তব্য দেন এবং এ বিষয়ে জোটের অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, নোয়াখালী-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ, নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ অনেকে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD