Logo

অবশেষে ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৬, ১১:১৫
অবশেষে ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই দিন দুপুর ১২টার দিকে বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

শিরিন বলেন, দলীয় সফরসূচি নির্ধারণ সংশ্লিষ্ট সূত্র থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে এ তথ্য জানানো হয়েছে এবং ৪ ফেব্রুয়ারির সূচিই চূড়ান্ত। তিনি আরও জানান, তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। তবে তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

এ সফরকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগ ও মহানগরসহ আট জেলার নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়েছিল। এবার নতুন করে নির্ধারিত ৪ ফেব্রুয়ারির তারিখেই সফর অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর দলীয় চেয়ারম্যান হিসেবে তার এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD