Logo

১৩ তারিখ থেকেে এক নতুন বাংলাদেশ দেখবেন: ড. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৩০ জানুয়ারি, ২০২৬, ১৩:১২
১৩ তারিখ থেকেে এক নতুন বাংলাদেশ দেখবেন: ড. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে দেশের মানুষ নতুন বাংলাদেশ দেখতে পারবেন। তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. শফিকুর রহমান বলেন, “গত দেড় বছর যারা ধৈর্য ধরতে পারেননি, যারা অধৈর্য হয়ে অপকর্ম করেছেন, তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে।”

এদিন সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

ইসহাক খন্দকার জানান, জামায়াত আমির আজ এখানে বক্তব্য দেবেন, এরপর বিকেলে লক্ষ্মীপুর, এবং কুমিল্লার লাকসাম ও কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনি জনসভা করবেন।

জনসভার উপস্থিতিতে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD