Logo

১৪ দলীয় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন হবে বললেন হানিফ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ০২:৩৯
70Shares
১৪ দলীয় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন হবে বললেন হানিফ
ছবি: সংগৃহীত

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনকে সে ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

১৪ দলীয় জোট এখনো আছে। আওয়ামী লীগ জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বরের মধ্যেই শরিকদের যথাযথ মূল্যায়ন করে ১৪ দলীয় জোটের ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে  তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা মাহবুবউল আলম হানিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হানিফ গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনকে সে ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “উৎসবের আমেজ ও গ্রহণযোগ্যতা বাড়াতে নির্বাচনে নিজেদের দলের মধ্য থেকেই একাধিক প্রার্থীর ভোট করার সুযোগ দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD