Logo

মালদ্বীপের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা জামায়াতের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ১০:১৯
47Shares
মালদ্বীপের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা জামায়াতের
ছবি: সংগৃহীত

হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বিজ্ঞাপন

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর উদ্দেশে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা হাইকমিশনার শিউনিন রশিদের নিকট হস্তান্তর করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ ও মালদ্বীপ ভ্রাতৃপ্রতিম এই দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD