Logo

আমি আ. লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৫
35Shares
আমি আ. লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না।

বিজ্ঞাপন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না।

তিনি জানান, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ থেকে বের হয়ে নিজেই দল গঠন করেছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নেই, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের জনগণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী আরও বলেন, “ধানমন্ডি ৩২–এর মতো আমার বাসা ভাঙলে যদি দেশে শান্তি আসে, আমি সেই ভাঙচুরের সমর্থন করি। তবে এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দায়ী করছি না, তবে মামলা করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বিকেলে পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে বাসাইল উপজেলায় যাবেন। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর চালায়। জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বাসাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে আলাদা কর্মসূচিকে ঘিরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের সই করা এ আদেশ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

টাঙ্গাইল থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD