নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল গণঅধিকার পরিষদ

নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন অতিক্রম হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি সরকার, এমন অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ (জিওসি)।
সংগঠনের মুখপাত্র ফারুক হাসান জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।
ফারুক বলেন, “৪৮ ঘণ্টা পর কর্মসূচির ধরন সবাই বুঝতে পারবেন, সরকারও তা অনুভব করবে।”
তিনি অভিযোগ করে বলেন, “নূরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করা হলেও তার মেয়াদ রাখা হয়েছে ৩০ কার্যদিবস। এটা আসলে সময়ক্ষেপণের কৌশল। মিডিয়ার ফুটেজে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে নুরকে রক্তাক্ত করার দৃশ্য রয়েছে। অথচ আজও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
সংবাদ সম্মেলনে নূরের শারীরিক অবস্থার অবনতির কথাও তুলে ধরেন ফারুক হাসান। তিনি জানান, “চিকিৎসকদের পরীক্ষায় দেখা গেছে, নূরের নাসার হাড়ের জটিলতা বেড়েছে, চোয়ালের অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে। ফলে তিনি এখনো স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না। এছাড়া লিভারেও আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত নূরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। কিন্তু এ বিষয়ে গড়িমসি চলছে। শুরুতে সিঙ্গাপুরের কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের নাম আসছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি পরিষ্কার।
গণঅধিকার পরিষদের মুখপাত্র জানান, সরকারকে আর ভরসা না করে দল ও পরিবারের উদ্যোগে নুরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
