Logo

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা আপনার কাছেই: ফারুকের সতর্কবার্তা

profile picture
বিশেষ প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩১
14Shares
ফেব্রুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা আপনার কাছেই: ফারুকের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বিএনপি উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘অপরাজেয় বাংলাদেশ’ সমাবেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “যারা ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষতি করতে চাইছে, তারা এখন ড. মোহাম্মদ ইউনূসের খুব কাছাকাছি—প্রায় ৫০০ ফুটের মধ্যে।”

ফারুক অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে দিল্লিতে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দেশের জন্য ক্ষতিকর কাজ করেছেন। তিনি বলেন, “দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি, এবং সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা অবাধে ঘোরাফেরা করছে।”

ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “নির্বাচন বানচালকারীরা আপনার আশপাশে অবস্থান করছে। সচেতন না হলে নির্বাচন পুনরায় প্রশ্নবিদ্ধ হতে পারে।”

বিজ্ঞাপন

ফারুক আরও উল্লেখ করেন, “নির্বাচন কমিশনের প্রধান কিছুটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতারা দ্রুত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যা নির্বাচনের স্বচ্ছতাকে হুমকির মুখে ফেলছে।”

তিনি সমাবেশে অংশ নেওয়া জনসাধারণকে আহ্বান জানান, “দেশ ও জনগণকে ভালোবাসুন এবং সত্যিকারের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যান।” ফারুকের বক্তব্যে শেখান, নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, “আমার ভোট আমি দেব। সেই ভোটে জয়লাভ করলে যারা ১৬ বছর আমাদের নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে।”

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা হারুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী ও অন্যান্য নেতা-কর্মীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD