Logo

আ.লীগ পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না: ফারুক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৫
27Shares
আ.লীগ পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না: ফারুক
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান অভিযোগ করে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকায় মশাল মিছিলে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি।

এ সময় ফারুক হাসান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনে ঝটিকা মিছিল করে, কই তখন কোনো ব্যবস্থা নেয়া হয় না কেন! দাঁড়িয়ে থাকে পুলিশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার হয়তো চায় না নুরুল হক নুর সুস্থ হোক। প্রমাণ এসব টালবাহানা। ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলে আর কিন্তু নরম সুরে কথা হবে না।

মশাল মিছিলে অংশ নিয়ে গণ অধিকার আন্দোলনের গণমাধ্যম সমন্বয়ক হানিফ বলেন, নুরের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগের দোসররা এখনো আইনশৃঙ্খলা বাহিনীতে আছে।

বিজ্ঞাপন

জেবি/এমএল/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD