Logo

বিসিএস পরীক্ষা থাকায় কর্মসূচির সিদ্ধান্ত পরিবর্তন করেছে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬
8Shares
বিসিএস পরীক্ষা থাকায় কর্মসূচির সিদ্ধান্ত পরিবর্তন করেছে জামায়াত
ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে।

পরীক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকাল থেকে সরিয়ে বিকেলে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে বিসিএস পরীক্ষা থাকায় ১৮ ও ১৯ সেপ্টেম্বরের সকালবেলার কর্মসূচি পরিবর্তন করে বিকেলে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সকালবেলায় কোনো অবস্থাতেই বিক্ষোভ করা যাবে না এবং সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বলা হয়, বিসিএস প্রার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে কামনাই করছে জামায়াত।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিসিএস পরীক্ষা থাকায় কর্মসূচির সিদ্ধান্ত পরিবর্তন করেছে জামায়াত