Logo

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৬
21Shares
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের পক্ষ থেকে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সাথে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আলেম সমাজ দেশের ধর্মপ্রাণ মানুষের আস্থা ও ঐক্যের প্রতীক, তাই তাদের জন্য যেকোনো মানবিক সহায়তা বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকী’র প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। 

বিজ্ঞাপন

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের সূত্র ধরেই আজ মাওলানা ফারুকীর পাশে দাঁড়ানো হলো।

তিনি আরও জানান, সাধারণ মানুষও যার যার সামর্থ্য অনুযায়ী মাওলানা ফারুকীর চিকিৎসায় সহযোগিতা করছেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মাওলানা ফারুকীর ঘনিষ্ঠরা জানান, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন। সেই সময়ের দীর্ঘ রিমান্ড ও চিকিৎসাবিহীন অবস্থায় কারাবাস তার শারীরিক অবস্থার অবনতি ঘটায়। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাকে চীনের গুয়াংজু হাসপাতালে নিয়ে গিয়ে বড় ধরনের অপারেশন করানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

হেফাজত ইসলাম নেতৃবৃন্দ ও মাওলানা ফারুকীর পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। ‘আমরা বিএনপি পরিবার’ও এ সময় সবার প্রতি আহ্বান জানায় যেন চিকিৎসার এ সংকটে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ায়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD