চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

আঠারো দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক নুরকে ছাড়পত্র দেওয়া হলেও বর্তমানে তিনি দুর্বল অবস্থায় রয়েছেন। তাই এখনই তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন না। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক নুর আহত হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হয় এবং পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নুরুল হক নুর নিয়মিত পর্যবেক্ষণে থাকবেন এবং শারীরিক সুস্থতা ফিরে না পাওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন