Logo

গণমাধ্যমে পক্ষপাতমূলকভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৫
15Shares
গণমাধ্যমে পক্ষপাতমূলকভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে একতরফা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু একই ধরনের ঘটনায় অন্য রাজনৈতিক দলের নেতাদের নাম এলেও সেগুলো তেমন গুরুত্ব পাচ্ছে না।

তার ভাষায়, “কোনো কোনো সময় দেখা যায়, বালুমহল কিংবা পাথর উত্তোলনে বিএনপির কারও নাম এলে সেটি ফলাও করে প্রকাশ হয়। অথচ জামায়াত নেতাদের সম্পৃক্ততা প্রকাশ পেলেও সেটি গুরুত্ব পায় না। আবার আমাদের পক্ষ থেকে অভিযুক্তদের বহিষ্কার বা পদ স্থগিতের মতো ব্যবস্থা নিলেও তা প্রচার হয় না।”

বিজ্ঞাপন

রিজভী মনে করেন, রাজনৈতিক দলগুলোকে পরিবার হিসেবে ধরলে যেমন পরিবারে কিছু ‘কালো ভেড়া’ থাকতে পারে, তেমনি দলে কিছু অপরাধপ্রবণ ব্যক্তি থাকতে পারে। তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটিই ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে উদাহরণ টেনে তিনি বলেন, একজন নবনির্বাচিত ভিপি দোকানিকে জরিমানা করেছেন, যা তার এখতিয়ারের বাইরে। “এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ, ছাত্রনেতার নয়। এরপরও এ ধরনের কর্মকাণ্ডকে বিশেষভাবে প্রচার করা হচ্ছে”—যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের হলে রাজনৈতিক দলের পক্ষ থেকে খাট বা ডাইনিং টেবিল সরবরাহের মতো কাজ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। তার দাবি, এসব ইস্যুকে কেন্দ্র করেই কৌশলে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর ঢাবির সূর্যসেন হলে ভিপি আজিজুল হক এক দোকানিকে টেস্টিং সল্ট বিক্রির অভিযোগে জরিমানা করেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে বলেন, এমন শাস্তি দেওয়ার ক্ষমতা ছাত্রনেতাদের নেই; এটি শুধুমাত্র প্রশাসনের এখতিয়ারভুক্ত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD